মির্জাপুরের খবর ডেস্কঃ
টাঙ্গাইলের মির্জাপুরে ‘মহেড়া পিঠা ঘর এন্ড পার্টি হাউজ ‘ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে পিঠা ঘর উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা ডিস্ট্রিবিটর সনি-রংকস ও মিনিস্টার কোম্পানীর মোঃ আব্দুল আলিম। এ সময় আরো উপস্থিত ছিলেন পথ-শিশু শিক্ষা সহায়ক ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক ডি,এম শামীম সুমন।
এর আগে বাদ জু’মা দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নে মহেড়া রেল গেইটের পূর্ব উত্তর পাশে পি.টি.সি. রোডে মনোরম পরিবেশে ব্যতিক্রমধর্মী এ রেস্টুরেন্টটি এলাকার নানা বয়সী নারী পুরুষের মাঝে আগ্রহের সৃষ্টি করেছে।
পিঠা খেতে আসা পাকুল্ল্যা গ্রামের সত্যজিৎ সাহা বলেন, নগর সংস্কৃতির চাপে গ্রামাঞ্চলের অনেক পিঠা হারিয়ে যাচ্ছে আর বাড়িতে পিঠা বানানো কষ্ট তাই বন্ধুদের নিয়ে পিঠার দোকানে পিঠা খেতে আসছি।
মহেড়া পিঠা ঘর এন্ড পার্টি হাউজের মালিক মোঃ বাদশা মিয়া বলেন, পিঠা শহর বা গ্রামের সকল মানুষের কাছে খাবার হিসেবে অন্যতম আর শিশুদের কাছে পিঠা ভিষণ প্রিয়। আর বর্তমান সময়ে বিভিন্ন কারনে নারীরা সময় পান না পিঠা বানানোর। তাদের প্রতি আহব্বান থাকবে আপনার পরিবার নিয়ে পিঠা খেতে দোকানে আসবেন,আর দোকানে পিঠা খেয়ে বাড়িতেও নিয়ে যেতে পারবেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ পর্যন্ত এ পিঠা ঘর খোলা থাকবে।