মির্জাপুরের খবর: টাঙ্গাইলের মির্জাপুরে আজগানা ইউনিয়নের তেলিনা পূর্বপাড়ার চৌরাস্তার মোড়ের ঢালে ইটসলিং রাস্তা ভাঙ্গার কারনে বৃষ্টিতে মানুষের চলাচলের অসুবিধা হওয়ায় ১১নং আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার এর নিজস্ব অর্থায়নে মেরামত কাজ সম্পন্ন করছেন। এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তবে এলাকাবাসীর দাবি পূর্বপাড়ার অবহেলিত রাস্তাটি যেন দ্রুত পাকা করণ করা হয়।