মির্জাপুর উপজেলায় প্রায় ৫/৬ দিন থেকে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে এবং ধীরে ধীরে তা প্রকট আকার ধারণ করছে। বিদ্যুৎ চলে গেলে এখন বলা যাচ্ছে না কখন বা কতক্ষন লাগবে বিদ্যুৎ আসতে। আবার অনেক সময় এমনও হচ্ছে এইমাত্র বিদ্যুৎ চলে গেল আবার চলে আসলো আবার চলে গেল এমন বিদ্যুৎ বিভ্রাটে অনেকের মূল্যবান ইলেক্ট্রনিক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। রোজা রমজানের মধ্যে বিশেষ কিছু মুহূর্ত মুসলমানদের বিদ্যুৎ এর প্রয়োজন অত্যাশ্যক। কিন্তুদুঃখের বিষয় হচ্ছে আমরা এই ধর্মীয় স্পর্শকাতর বিষয়গুলোকে অনেক সময় আমলে নেই না।
বিদ্যুৎ এখন আমাদের জীবন এর অত্যাশ্যকিয় একটি বিষয় বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন অচল। রক্ত জন্য যেমন বিদ্যুৎ ও একটি রাষ্ট্রের জন্য তেমনি লাইফ ব্লাড। আর এই ব্লাডের ঘাটতি রাষ্ট্রের জন্য কতটা ক্ষতিকর তা হিসাব কষে বের করলে মাথা ঘুরে যাবে, ঘুম হারাম হয়ে যাবে।
যান জট জটিল একটি বড় সমস্যা, বিদ্যুৎ বিভ্রাটও তেমনি আর একটি গুরুতর সমস্যা আর এ দুটির সমাধান না করলে রাষ্ট্র যন্ত্র বিকল। যানজটে আমাদের দেশের মানুষ রাস্তায় অবর্ননীয় দুইর্ভোগ ছাড়াও সময়ের অপচয়, এনার্জি লেস,জরুরি কাজে ব্যঘাত এসব মিলিয়ে টাকার অংকে এই ক্ষতির পরিমাণ বছরে কয়েকশ বিলিয়ন হতে পারে ঠিক তেমনি বিদুৎ জীবন এর একটি অতিব জরুরি বিষয়। এর ঘাটতি জীবনকে বিপর্যস্ত করে ফেলে।
লেখা পড়া, অফিস আদালত,ব্যবসা বানিজ্য চিকিৎসা, হিসাব নিকাশ সবই তো এখন ইলেক্ট্রনিক ডিভাইস দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত আর এর মূল চালিকাশক্তি হচ্ছে বিদ্যুৎ।
অতএব বিদ্যুৎকে যেকোন মূল্যে সচল রাখতেই হবে।
রাষ্ট্র এখন আমাদের নিকট থেকে নানাভাবে ও নানান উপায়ে ট্যাক্স নিয়ে থাকে তাই রাষ্ট্রের দায় হচ্ছে তার নাগরিকদের সবধরনের নাগরিক সুবিধা সময়মত প্রদান করা। আমরা নাগরিক হিসেবে রাষ্ট্রের নিকট অবশ্যই প্রত্যাশা করব যাতে নাগরিক সকল সুযোগ সুবিধাগুলো নিরবচ্ছিন্নভাবে পাই।