মির্জাপুরের খবর ডেক্সঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ( রেজিঃনং-১৮০৮/৭৫,১৯৬২-৬৩ খ্রি.) কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি ভবন) মিলনায়তনে বৈষম্যমুক্ত প্রাথমিক শিক্ষা হোক আজকের অঙ্গিকার শতভাগ পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নে সম্মেলন ও জাতীয় কাউন্সিলে ২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবুল কাসেম। সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন স্বাগত বক্তব্য দেন।
প্রধান অতিথি হিসেবে কাউন্সিল অধিবেশন উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন চৌধুরী,বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি সমিতি কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ সুপ্রিম কোর্টের নাট্য বিষয়ক সম্পাদক এডভোকেট দেওয়ান হুমায়ূন কবির রিপন, সরকার ইঞ্জিনিয়ার্স এন্ড কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ বি সরকার বারী,বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় নিবার্হী কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. শওকত আলী, ঢাকা টিএন্ডটি মহিলা কলেজের সিনিয়র প্রভাষক মো. বাবলুর রহমান,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলার সভাপতি মোঃ সহিনুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ বাশিরুল ইসলাম বাদল,বরিশাল বিভাগের অন্যতম শিক্ষক নেতা মোয়াজ্জেম হোসেন মানিক।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কাউন্সিল ২০২৪ এ নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে সব কাউন্সিলরের মতামতের ভিত্তিতে আগামী ৪ বছরের জন্য মো. আবুল কাসেমকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান শাহীন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে সারা দেশের সব সাংগঠনিক জেলা ও উপজেলার এক হাজার দুইশত বিরানব্বই কাউন্সিলর ও ডেলিগেটস উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এডভোকেট আহমেদ আযম খান বলেন,আমি বিশ্বাস করি সারা বাংলাদেশ থেকে হাজারো শিক্ষকের এতো উপস্থিতি প্রমাণ করে দেয় এটায় সত্য ও বৈধ সংগঠন ছাড়া এমন সফল কাউন্সিল হতে পারে না। দেশের প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আপনাদের সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাথে যুক্ত করে এগিয়ে যাবেন আর প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড আর সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়ন হবে।