মির্জাপুরের খবরডেক্সঃ
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের চার দিনব্যাপী আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন এবং সাভার সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান,পিএসসি।
২৩ ডিসেম্বার সোমবার বিকেলে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। এ সময় কলেজের অধ্যক্ষ কর্ণেল রিয়াজ আহমেদ চৌধুরী পিবিজিএম,পিএসসি, প্রধান অতিথির সহধর্মিনী তাসরিন রাহীমা খান, মির্জাপুর ক্যাডেট কলেজের এ্যাডজুটেন্ট মেজর আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।
অভিভাবক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় ক্যাডেট কলেজ মাঠে চার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল রিয়াজ আহমেদ চৌধুরী পিবিজিএম,পিএসসি।
মির্জাপুর ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হল ভিত্তিক ৩ টি হল দুইটি গ্রুপে জুনিয়র ব্যাচ ও সিনিয়র ব্যাচ অংশ গ্রহণ করেন। নজরুল হক হাউজ , ফজলুল হক হাউজ ও সোহরাওয়ার্দি হাউজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২০২৪ এতে জুনিয়র ব্যাচে নজরুল হক হাউজ প্রথম স্থান, ফজলুল হক হাউজ দ্বিতীয় স্থান ও সোহরাওয়ার্দি হাউজ তৃতীয় স্থান অধিকার করে। অপর গ্রুপ সিনিয়র ব্যাচে ফজজুল হক হাউজ প্রথম স্থান, সোহরাওয়ার্দী হাউজ দ্বিতীয় ও নজরুল হক হাউজ তৃতীয় স্থান অধিকার করে।
মির্জাপুর ক্যাডেট কলেজের ফজলুল হক হাউজের, সোহরাওয়ার্দি হাউজের এবং নজরুল হক হাউজের ক্যাডেট জুনিয়র এবং সিনিয়র ব্যাচে প্রতিযোগিতায় অংশ নেয়।
সপ্তম থেকে নবম শ্রেণি পর্যন্ত জুনিয়র এবং দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিনিয়র ব্যাচে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩০ টি ইভেন্টে ক্যাডেটরা অংশ নেয়।
আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ জুনিয়র ব্যাচে ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হওয়ার গৌরব অর্জন করেন ক্যাডেট তামিম।
সিনিয়র ব্যাচে ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হওয়ার গৌরব অর্জন করেন ক্যাডেট মাঈনুল।
প্রধান অতিথি মেজর জেনারেল মোঃ মঈন খান বক্তব্যে বলেন,দেশ প্রেমকে সবার আগে রাখতে হবে, বাংলাদেশ একটি দক্ষ যোগ্য নেতৃত্বের হাতে যাবে আর আজকের ক্যাডেট দেশ গঠনে একদিন যোগ্য ভূমিকা রাখবে আশা করি।
News Title :
মির্জাপুর ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- Reporter Name
- Update Time : 01:17:35 pm, Monday, 23 December 2024
- 3 Time View
Tag :