মির্জাপুরের খবর ডেক্সঃ
একটি নিরপেক্ষ, জবাবদিহিমূলক, জনমুখী, দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলাই আমাদের লক্ষ্য টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশফাকুল আলম ২১তম ব্যচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশিক্ষাণাথীদের বলেছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমৃদ্ধি অর্জনে পুলিশের গুরুত্বপুর্ণ ভূমিকা রয়েছে। সোমবার সকালে মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে বিভাগীয় ক্যাডেট উপপরিদর্শকদের (এসআই) ২১তম ব্যচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৪ নভেম্বর সোমবার সকাল ৮টায় ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এই প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডেপুটি কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মাহাফুজুর রহমান, পুলিশ সুপার (প্রশাসন) শাহ আব্দুর রহিম চৌধুরী, পুলিশ সুপার (ট্রেনিং) আ ফ ম আর কিবরিয়া, টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু প্রমুখ উপস্থিত ছিলেন। উপপরিদর্শক এসআই (নিরস্ত্র) ৬ মাসব্যাপী তাদের বাধ্যতামূলক ইন-সার্ভিস প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। মাঠপাস্ট কুচকাওয়াজ শেষে মাঠ বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় পিএসআই (নিরস্ত্র) উদয়ন বিকাশ বড়ুয়া, পিএসআই (নিরস্ত্র) মো. মাইনুল ইসলাম ও পিএসআই (নিরস্ত্র) অমৃত লাল দাসকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। দীর্ঘ ছয় মাস সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে বিভাগীয় ক্যাডেট (এসআই) দের ২১ তম ব্যাচের ২৫৭ জন এসআই সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করে।
News Title :
মির্জাপুরেনিরপেক্ষ, জবাবদিহিমূলক, জনমুখী, দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলাই আমাদের লক্ষ্য-কমান্ড্যান্ট ডিআইজি আশফাকুল আলম
- Reporter Name
- Update Time : 12:19:58 pm, Monday, 4 November 2024
- 17 Time View
Tag :