মির্জাপুরের খবর ডেক্সঃ
মির্জাপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেছেন মোছাঃ জান্নাতুল ফেরদৌস । নতুন শিক্ষা অফিসার মোছাঃ জান্নাতুল ফেরদৌসের যোগদানে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলার নেতৃবৃন্দ। ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সমিতির সভাপতি মো.সহিনুর রহমান খানের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন খান, সহ-সভাপতি মোকাদ্দেছ আলী, মো.খোরশেদ আলম,মো.শাহজাহান মিঞা, মো.শাহিনুর রহমান,সাংগঠনিক সম্পাদক সেলিম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম, মোহাম্মদ আজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ূন আল শামীম সিদ্দিকী, তপন কুমার সূত্রধর,মো.বজলুর রহমান,দপ্তর সম্পাদক মো.মিজানুর রহমান,মো.ইউনুছ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম রাকিবুল হাসান,সমবায় বিষয়ক সম্পাদক আবু কাউসার,তথ্য সম্পাদক মো.উসমান গণি,কো-অপট সদস্য আনোয়ারুল আলম, বাবু লাল,সুমন মিয়া,সোহরাব হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় নব যোগদানকৃত শিক্ষা অফিসার মোছাঃ জান্নাতুল ফেরদৌসকে ফুলেল শুভেচ্ছা জানান।
শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, আপনাদের আন্তরিকতায় আমি মুগ্ধ, আপনাদের চাকুরী সংক্রান্ত যে কোন সমস্যা নিয়ে সরাসরি অফিসে আমাকে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করবো, আর আপনাদের সাথে আমি পূর্বে এ উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার থাকা কালিন কাজের অভিজ্ঞতা আছে, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।
এর আগে ২৮ শে অক্টোবর সোমবার টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করার পর তিনি মির্জাপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের দায়িত্বগ্রহণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান শেষে মির্জাপুর উপজেলায় গেলে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় তিনি অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শর্মিষ্ঠা রানী মজুমদার, মো. আতিকুজ্জামান খান,লিপিকা রানী সাহা,মারুফা আক্তার, মো.আব্দুল মালেক , মো. ইমরান হোসেন, ইউডি মো. আনসার আলী, কম্পিউটার অপারেটর মো.মনিরুজাম্মান মনির, অফিস সহকারী বিকাশ সরকার, পিয়ন মো. আরিফ হোসেন।