মির্জাপুরের খবরডেক্স:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে চালু হয়েছে দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র ৫১৩ তম শাখা। বুধবার (২৩ অক্টোবর ) বিকেল ৩ টার দিকে গোড়াই মেইন রোডের সাফা মার্কেটে এই আউটলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের রিজিওনাল ম্যানাজার অফ অপারেশন মো.আবু মুসা তারিক,এসিআই লজিস্টিক লিমিটেড (স্বপ্ন) মোহাম্মদ শরীফ হোসেন,গোড়াই আউটলেট ম্যানাজার আইএমটি ক্যাশ মো. রমজান আলী, স্বপ্নের আউটলেট পাটর্নার মো.লিটন সিকদার,মিনিস্টার কোম্পানির মির্জাপুর উপজেলা ড্রিষ্টিবিউটর আব্দুল আলিম,মার্সেল কোম্পানির মির্জাপুর উপজেলা ড্রিষ্টিবিউটর সাখাওয়াত হোসেন পাবেল সহ গোড়াই শিল্পাঞ্চল এলাকার সুধীজন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।