টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত ও ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (৭ জুলাই) মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা আওয়ামীলীগ এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জহের। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য ড. মেজর (অব.) খন্দকার এ হাফিজ, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, টাঙ্গাইল জেরা পরিষদের সাবেক সদস্য সাইদুর রহমান খান বাবুল, যুবলীগের আহবায়ক শামীম আল মামুনসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যনকে উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুলের তোরাসহ ক্রেস্ট দিয়ে গণসংবর্ধনা নেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন ও দপ্তর সম্পাদক মো. জহিরুল হক। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান ও সালমাসহ আরও অনেক শিল্পী।