মির্জাপুরের খবর ডেক্সঃ
রাসেল ভাইপার সাপের আতঙ্কে সারা দেশ টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরে ৩ নং ওয়ার্ডে ভয়ঙ্কর সাপ মারলেন এক নারী। আজ মঙ্গলবার (২৫ জুন) ভোর ছয়টার দিকে মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের থানার উত্তর পাশে । আমজাদ হোসেন রোডে অবস্থিত রাশেদুল কুটির ভবন থেকে ভয়ঙ্কর চন্দ্রঘোনা সাপ সিঁড়িতে দেখতে পান এক নারী। পরে সাহসের সাথে ঐ নারী লাঠি দিয়ে পিটিয়ে মারতে সক্ষম হন। সাপটি লম্বায় সাড়ে পাঁচ ফুট। সাহসী নারীর নাম বিউটি বেগম তিনি রাশেদুল কুটিরে বসবাস করেন। পরে সাপ মারার খবর আশেপাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় কয়েকজন বাসীন্দা বলেন, বিভিন্ন সময়ে রাসেল ভাইপার ফেসবুকে সাপ দেখেছি। এবার বা¯তবে তেমনি ভয়ঙ্কর সাপের দেখা মিলবে ভাবতে পারিনি।
মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার ও মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম জানান, গরমে জনগণকে সাবধানে চলাফেরা করতে হবে আর রাসেল ভাইপার সাপের ছোবল থেকে পরিত্রাণ মিলবে উপজেলা স্বাস্থ্য কমপেলক্স অ্যান্টিভেনম মজুদ আছে। কেউ সাপের কামড়ে আক্রাšত হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে যাবেন।
News Title :
মির্জাপুরে রাসেল ভাইপার আতঙ্ক, সাহসী নারী পিটিয়ে মারলেন ভয়ঙ্কর সাপ
- Reporter Name
- Update Time : 05:51:38 am, Tuesday, 25 June 2024
- 45 Time View
Tag :