মির্জাপুরের খবর ডেস্কঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও রিটার্নিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী আট জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।
এ সময় প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে পুরো জেলা প্রশাসক কার্যালয় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। নিবাচনে অংশ নেওয়া প্রার্থী, তাদের কমীর্স-মর্থক,বিভিন্ন রাজনৈতিক দলের কমীর্দের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে চারপাশ। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের বরাদ্দ পাওয়া প্রতীক হলো, চেয়ারম্যান পদে-মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ),মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) এবং বাংলাদেশ ইট প্রস্তুতকারি মালিক সমিতির সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান (মোটরসাইকেল)।
ভাইস চেয়ারম্যান পদে-মির্জাপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক বর্তমান ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম (তালা) ও ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা শওকত মিয়া ( টিউবওয়েল)।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে-বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী মহিলা লীগ নেত্রী মীর্জা শামীমা আক্তার শিফা (ফুটবল), বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা শাহরীন (কলস) ও টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাঁস)।
এ ব্যাপারে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী সাংবাদিকদের বলেন, সোমবার দুপুরে নিবার্চনে অংশ নেওয়া ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় দুটি পদে বেশ কয়েকটি প্রতীকে একাধিক চাহিদা থাকায় লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
মির্জাপুর উপজেলা নিবার্হী কর্মকতা শেখ নুরুল আলম ও উপজেলা নির্বাচন কর্মকতা শরীফা বেগম জানান, আগামী ৫ জুন বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীন বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে উপজেলা পরিষদ নির্বাচনে ১৪৪ টি ভোট কেন্দ্রে ৯৭৪টি ভোট কক্ষে ৩ লাখ ৬২ হাজার ৮শত ৫১ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ১ শত ১৩ জন ও নারী ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৭শত ৩২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৬ জন।
News Title :
মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন যারা
- Reporter Name
- Update Time : 01:53:54 pm, Monday, 20 May 2024
- 53 Time View
Tag :