মির্জাপুরের খবর: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে একজন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপি থাকায় চেয়ারম্যান প্রার্থী শিল্পপতি রেজাউল করিম বাবুল ও মনোনয়নপত্রে ভুল করায় রবিবার (১২ মে) যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা নির্বাচন অফিসার শরীফা বেগম। তবে এর বিরুদ্ধে দুই প্রার্থী আপিল করবেন বলে জানিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হয়েছেন।
চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন- মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আ.লীগের (সাবেক) সদস্য শিল্পপতি রেজাউল করিম বাবলু, টাঙ্গাইল জেলা বিএনপির (সাবেক) সদস্য ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন- উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. শওকত হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য লাজলু রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মহিলা আওয়ামী লীগ নেত্রী রুবি আক্তার কনা, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক চাঁদ সুলতানা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা শাহরীন।
মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ঘোষিত তফশিল অনুযায়ী চতুর্থ ধাপের নির্বাচনে বাছাইকৃত ফেলাফলের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। আপিল নিষ্পত্তি হবে ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। ২০ মে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ উপজেলাটি ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৮শত ৫১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ১শত ১৩জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭শত ৩২ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।