মির্জাপুরের খবর: টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নার্স দিবস এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১২ মে) মির্জাপুর কুমুদিনী নার্সিং কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে নার্সিং কলেজের সামনে থেকে বর্নাঢ্য একটি র্যালি বের হয়ে কুমুদিনী কমপ্লেক্সের ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাসপাতালের প্রধান ফটকের সামনে শপথ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ করান নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার। এ সময় নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস এবং মেট্রন সিস্টার দিপালী পেরেরাসহ নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং কুমুদিনী পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।এদিকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্ম দিন উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্সের মির্জা হলে নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
News Title :
মির্জাপুরে আন্তর্জাতিক নার্স দিবস ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন পালন
- Reporter Name
- Update Time : 11:03:54 am, Monday, 13 May 2024
- 51 Time View
Tag :