মির্জাপুরের খবর: বুধবার (০১ মে) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তাপস তৃষ্ণার্ত পথচারীদের বিনামূল্যে ঠান্ডা শরবত পান করালেন মির্জাপুর বাইপাস এলাকার প্রায় দেড় হাজার মানুষকে। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। দিনদিন তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া শ্রমজীবীরা। তাপদাহের ভেতরেই তাদের বের হতে হচ্ছে। নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না।
সরজমিন গিয়ে দেখা যায়, একটি ভ্যানে বিশাল এক ডেক স্কি তে শরবত নিয়ে ৭ /৮ জন জগ ভর্তি করে ওয়ান টাইম গ্লাসে বাস-ট্রাক- অটোরিকশা -ভ্যান- মোটরসাইকেল চালক ও যাত্রী সহ সাধারণ মানুষের মাঝে শরবত পৌছিয়ে দিচ্ছেন। বিনামূল্যে শরবত তৃষ্ণার্তদের মাঝে পান করানোর আজ ছিলো দ্বিতীয় দিন মির্জাপুর বাইবাস বংশাই রোড এলাকায়। প্রথম দিন গতকাল মির্জাপুর পুরাতন বাস-স্টেশনে প্রায় এক হাজারের বেশি মানুষ কে তারা বিনামূল্যে শরবত পান করান।
মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস বলেন,তীব্র তাপদাহে সাধারণ মানুষ ঠান্ডা পানি সহজে পান করতে পারে সে জন্য আমি নিজ উদ্দ্যোগে পাঁচদিনের বিনামূল্যে কর্মসূচী হাতে নিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের অন্যতম নেত্রী সাদিয়া আরমান,উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান মনির,যুব আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক বুলবুল হাবীব।