টাঙ্গাইলের মির্জাপুরে বৈধ কাগজপত্র না থাকায় এক ইটভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
২৯ এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজগানা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার বেলতৈল এলাকায় অবস্থিত মেসার্স লিজা ব্রিকস মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এছাড়াও মেসার্স ছিবার উদ্দিন ব্রিকস, মেসার্স এস.বি.এম এন্টারপ্রাইজ, মেসার্স এইচ.বি.এম এন্টারপ্রাইজ, মেসার্স কলিম উদ্দিন ব্রিকস, মেসার্স সান ব্রিকস, মেসার্স কে.বি.এম ব্রিকস, মেসার্স হাজী ব্রিকস এন্ড এন্টারপ্রাইজ, মেসার্স এ.এম.বি এন্টারপ্রাইজ ইটভাটায় অভিযান পরিচালনা করলে উচ্চ আদালতে রিট মামলা চলমান থাকায় তাদের ব্যবস্থা নিতে পারেনি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এ অর্থদণ্ডের আদেশ দেন। এসময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমর সূত্রধর জানান, সর্বমোট ৯টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে ১টি ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং বাকি ৮টি ইটভাটা উচ্চ আদালতে রিট মামলা থাকায় তাদের জরিমানা করা সম্ভব হয়নি। এ অভিযান অব্যাহত থাকবে।
তথ্য সূত্র ও ছবি: মো. সানোয়ার হোসেন।