মির্জাপুরের খবর: বুধবার (০১ মে) পহেলা মে। মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ঐ দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মির্জাপুরে র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, ঢালাই সর্দার শ্রমিক ইউনিয়ন,
উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক সমিতি একটি বিশাল র্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সামনে সমাবেশ হয়।
উপজেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন সভাপতি আলহাজ মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মোঃ আবু হানিফ মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরিম হেসেন সীমান্ত, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মোতালেব মিয়া,ইলেকট্রিশিয়ান ফেরদৌস মিয়া সহ প্রমুখ।