আমিনুল ইসলাম: আমরা যারা কর্মজীবনে সমাজের অনেকের দৃষ্টিতে সফলতার মানদন্ডে অসফল ব্যক্তি তাদেরও ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কর্মে সফলতা/ সার্থকতা রয়েছে। তেমনি একটা নগণ্য সফলতা/সার্থকতা শেয়ার করতেছি। গত এক বছরে আদর, শাসন ও অনুরোধ এই তিনের সংমিশ্রনে আমার নিজ গ্রামের ২০ জনের মতো চেইন স্মোকারকে ধূমপান থেকে বিরত করতে পেরেছি, তন্মধ্যে গত ৩০ বছর নিয়মিত ধূমপান করা আমার শ্রদ্ধেয় পিতাও আছেন। মাদক মামলায় আসামী এমন দুইজন এই তালিকার অন্তর্ভুক্ত। অনেক মানুষ কথা দিয়েছে তারা চেষ্টা করছে এবং চেষ্টা করবে সম্পূর্ণরূপে ধূমপান ছেড়ে দিতে। আশা করছি আগামী বছর সংখ্যাটা ২০ থেকে ২০০ করতে পারব। জানিনা এই কাজটা সফলতা বা সার্থকতার কোনো মানদন্ডে অন্তর্ভুক্ত হয় কিনা। মাদক ও ধূমপান নিঃসন্দেহে সামাজিক ব্যাধি, এসব নিরসনে সকলের সহযোগিতা প্রত্যাশিত।
তেলিনা, আজগানা।