টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট ৪ মাটি ব্যবসায়ীকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। কারাদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে এই কারাদণ্ড দেয়া হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নুরুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার গোড়াই ইউনিয়নের খামারপাড়া এলাকার মো. লিকু দেওয়ানের ছেলে রাব্বি দেওয়ান (৩০), একই এলাকার আনিছুর রহমান দেওয়ানের ছেলে কাজল দেওয়ান (৩০), বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও এলাকার ইব্রাহিম দেওয়ানের ছেলে আনোয়ার (৩৪) ও ময়মনসিংহ জেলার কুড়ালিয়া পাড়ার গ্রামের মো. আব্দুল শেখের ছেলে মামুন রানা (২০)।
News Title :
মির্জাপুরে ৪ মাটি ব্যবসায়ীকে কারাদণ্ড
- Reporter Name
- Update Time : 04:13:48 am, Sunday, 7 April 2024
- 54 Time View
Tag :