টাঙ্গাইলের মির্জাপুরে র্যাব পরিচয়ে মান্নান মিয়া নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাতে টাঙ্গাইল সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে অপহরণের পর র্যাব পরিচয়ের দুষ্কৃতিকারীরা মুক্তিপণের ১২ লাখ টাকা আদায় করে। এ খবর পেয়ে এলাকাবাসী ধাওয়া করে দুই দুষ্কৃতিকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মান্নান মিয়া সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে তিনি মহেড়া রেল স্টেশন এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় র্যাবের কটি পড়া অস্ত্রধারী পাঁচজন লোক দোকানে এসে তাকে মাদক ব্যবসায়ী বলে গালিগালাজ করে দোকান তল্লাশি শুরু করেন। একপর্যায় তাকে চোখ বেঁধে কালো মাইেক্রোবাসে তুলে তার কাছে দুই কোটি টাকা দাবি করেন।
মান্নান অপারগতা প্রকাশ করলে দেন দরবারে তা ১২ লাখে পৌঁছে। টাকা পেয়ে দুষ্কৃতিকারীরা মান্নান মিয়াকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়ায় ছেড়ে টাঙ্গাইলের দিকে চলে যায়। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে টাঙ্গাইল রাবনা বাইপাস এলাকায় মাইক্রোবাসটিকে বেরিকেড দেয়। এ সময় মাইক্রোবাসের চালকসহ দুজনকে আটক করে গণধোলাই দেয়।
অপর চারজন পালিয়ে যায়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ টাঙ্গাইল সদর থেকে আটককৃত দুই দুষ্কৃতিকারীকে আটক করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অপহৃত মান্নান মিয়াকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।