২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৭ মির্জাপুর মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর শরীফ মাহমুদ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগের মির্জাপুর উপজেলা শাখা,মির্জা শামীমা আক্তার শিফা, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মির্জাপুর উপজেলা পরিষদ, সালমা আক্তার শিমুল, মেয়র মির্জাপুর পৌরসভা, আজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মির্জাপুর উপজেলা পরিষদ। মির্জাপুর উপজেলা বিআরটিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মাসুদুর রহমান সহকারী কমিশনার (ভূমি) মির্জাপুর উপজেলা। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম কর্মী।