টাঙ্গাইলের মির্জাপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি উপজেলা পরিষদ চত্বরে এই মেলা হয়েছে।
সকাল ১০টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা।
এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাসুম আহমেদ, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরর কর্মকর্তাবৃন্দ।
মেয়লায় কলেজ পর্যায়ের ৫টি এবং মাধ্যমিক বিদ্যালয়ে ১০টিসহ মোট ১৫ টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিষয় সমুহ উপস্থাপন করেন।