মির্জাপুর পাল্টে যাচ্ছে। জন্মলগ্নের পরের মির্জাপুর এবং বর্তমান মি র্জাপুর পাল্টে যাচ্ছে। মির্জাপুর অনেক পাল্টে গেছে। জলবায়ু, মানুষের আচরণ, রাজনীতি সাথে পাল্টে গেছে সংবাদ ও সাংবাদিকতা। প্রায় ২যুগ আগে আমরা সাহিত্য কনিকা নামে ফটোকপি করে ৫০/১০০ কপি করে সাময়িকী প্রায় প্রতিমাসে বাহির করা হতো। যার সাথে বতমান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন, ‘মির্জাপুরের খবর সম্পাদ’ এইচ এম দুলাল, মির্জা আদিপ, ইয়াকুব ইসলাম সবুজ আমাকে সহযোগিতা করত। চোখ বন্ধ করলেই মনে হয় সেদিন।
মির্জাপুর নতুন আরেকটি অনলাইন পত্রিকার যাত্রাকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আমারা সবাই মিলে মির্জাপুর কে শান্তিময় একটি নগর গড়তে পারি যেন দুর্নীতি, সন্ত্রাস সহ বতমান মাটিলুটের অভাশ্রমকে যেন রোধ করতে পারি আমাদের কলমের শক্তি দিয়ে।
-মো: হোসনি জুবাইরি
সম্পাদক ও প্রকাশক
দৈনিক নিউজ,
সাপ্তাহিক বারবেলা,
মাসিক চন্দ্রবিন্দু
যুগ্ম সাধারণ সম্পাদক
মির্জাপুর রিপোটাস ইউনিটি
সভাপতি
জান্নাতি নুর হিফজ ও এতিমখানা