তিন দশকের বেশী সময়ের শিক্ষকতা জীবনে
একটি সত্যি আমার উপলব্ধি জুড়ে জায়গা করে নিয়েছে।এটি শিক্ষক বলেই সম্ভব হয়েছে আমার পক্ষে।এদেশের ১৭ কোটি মানুষকে চেনা সীমার গণ্ডিতে আনতে পেরেছি।জানা বা না জানা কোন মানুষকেই আর আমার অপরিচিত মনে হয় না।শিক্ষক হিসেবে আমি পঁয়ত্রিশ বছরে আনুমানিক চার থেকে সাড়ে চার লক্ষ শিক্ষার্থীর কাছে যাবার সুযোগ পেয়েছি।এই শিক্ষার্থীরা বাংলাদেশের ১৭ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে।চেনা,জানা,দেখা,না দেখা,ঢাকা বা ঢাকার বাইরে,গ্রামে বা শহরে,রেলে বা বাসে এমন কি অন্তরীক্ষে যেখানেই বাঙালি দেখি আমার চেনা মনে হয়। ১৫ বছর থেকে ৬০ বছরের কাউকে দেখলেই মনে হয় এ আমার ছাত্র বা ছাত্রী হবে।
এ বয়সের বেশী বয়সের কাউকে দেখলেই মনে হয় উনি আমার ছাত্রের বাবা বা মা হবেন,না হয় অভিভাবক সম্পর্কের কেউ হবেন।না হয় আমার ছাত্রের ভাই বা বোন হবেন।আমার ছাত্রের সঙ্গে কোন না সম্পর্ক অবশ্যই আছে।এটি একেবারে পরীক্ষিত সত্যও বটে।
তাই এখন আর কাউকে অপরিচিত মনে হয় না।শিক্ষকতা পেশাটা সবার সঙ্গে একটা পরিচিতির ভুবন রচনা করে দিয়েছে।সবাই আমার আত্মার আত্মীয়।
-প্রফেসর ড. অধীর সরকার