ড.আহসান হাবীব ইমরোজ: এই শিরোনামটি প্রথম শুনেছিলাম এইচ এম দুলাল সঞ্চালিত ‘মোরা বড় হতে চাই’ ক্যারিয়ার কনফারেন্সে। তাতে আমার প্রবন্ধ আলোচনার পর সম্পুরক আলোচনায় যুক্ত হয়েছিলো সূদুর আমেরিকার মিজৌরি কলাম্বিয়া ইউনিভার্সিটি এর পিএইচডি গবেষক আমাদের স্বপ্ন-বীর সোলায়মান খান। তার মুখেই প্রথম সব বাধা টপকে যাওয়া প্রসঙ্গে এ কথাটি শুনেছিলাম।
…চারদেিক ভাঙ্গনের শব্দ শোনা যাচ্ছে।…
শ্রদ্ধেয় বড় ভাই রেজাউল হাসান চৌধুরী কিছু দিন আগে, তার ফেসবুক ওয়ালে কথাটি লিখেছিলেন। বরাবরের মতো একজন সেরা বিশ্লেষক হিসেবে তিনি ঠিকই সময়ের সঠিক পাঠটি নিয়েছেন।
সব মানুষের চোখেমুখে একই হা-হুতাশ।
কিন্তু মহান আল্লাহতায়ালা তার প্রিয় বান্দাহকে থেমে থাকতে বলেননি। বলেছেন, ইন্না মায়াল ইসরি ইসরা.. (নিশ্চয়ই কষ্টের সাথেই আছে সুস্থি ..)-সূরা ইনশিরাহ-৫-৬
গত শতাব্দীর মাঝামাঝি, ঠিক ৭৭ বছর আগে বিশ্বের সামনে জগৎবিখ্যাত এক চিন্তাবিদ মাত্র ২৪ পৃষ্ঠার একটি চটি বই উপহার দিয়েছিলেন, নাম ‘ভাঙ্গা ও গড়া’।
বাংলাদেশের এক মরহুম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বলেছিলেন, রাত্রির অন্ধকার যতই হবে ঘনীভূত , সকালের সূর্য ততই হবে ত্বরান্বিত।
ধৈর্য ও প্রজ্ঞার সাথে আমাদের ভাঙ্গার বিপরীতে বাঁধ দিতে হবে এবং ভাঙনের পর গড়ার কাজটি সুষ্ঠো ভাবে শুরু করতে হবে।
নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীল এবং ধৈর্যশীলদের সাথে থাকবেন।
আজকের হতাশাগ্রস্থ, ভয়াল, নিকষ বিশ্বসভ্যতার পিছনেই লুকিয়ে আছে আগামীকালের ইসলামের প্রদীপ্ত সূর্য।
তাই প্রতিটি বাধার দেয়ালকে আমাদের প্রজ্ঞা, সৎকর্ম, ভালোবাসা এবং আল্লাহর সাহায্য দিয়ে আলোকিত দরজায় পরিণত করতে হবে।
এই প্রেক্ষাপটে নিজেকে সুরভিত গোলাপ আর পূর্ণিমার চাঁদের মতোই পবিত্র রেখে হতাশ ও জরাগ্রস্থ পৃথিবীর সামনে তুলে ধরতে হবে সুমহান ইসলামকে।
সে জন্য আধুনিক যুব মানসকে অধ্যয়ন করে অনিন্দ্য সুন্দর ভাষা, হৃদয়স্পর্শী আবেগ আর সুনিপুণ যুক্তিতে তুলে ধরতে হবে ইসলামকে ।
দাওয়াতের হৃদয়স্পর্শী বক্তব্য: আল্লাহ আমাদের শিখিয়েছেন, -তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকো প্রজ্ঞাপূর্ণ বক্তব্য, সুন্দর উপমার মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সর্বোত্তম পন্থায়।- আলকুরআন- সূরা নাহল-১২৫
বিশ্বের সর্বোত্তম মানুষ রাসুল সা. ছিলেন এ ব্যাপারে সর্বোচ্চ উদাহরণ। তার সুন্দর ভাষণ ও যুক্তিপূর্ণ কথা শোনার জন্য সবচেয়ে বড় অবিশ্বাসীরাও তার পিছনে আঠার মতো লেগে থাকতো ।
আল্লাহ এবং রাসুলের দেখানো পথ ধরে আমরাও অনুপম ভাষায় তাওহীদ ও রেসালাতের প্রতি নতুন শতাব্দীর তরুণদের ডাকতে পারি। নয় কী ?
মহান আল্লাহর ঘোষণা কখনো মিথ্যা হতে পারে না। তিনি বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে সুস্থি ..- (সূরা ইনশিরাহ-৫-৬)