মীর আনোয়ার হোসেন টুটুল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসন কতৃক উপজেলা পরিষদের নবনির্মিত সভাকক্ষ, মুক্তিযুদ্ধ কর্নার, আনসার সদস্যদের বসবাসের জন্য ব্যারাক, উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের নতুন ভবন এবং উপজেলা পরিষদের পুরাতন হল রুম নতুন ভাবে নির্মিত নবনির্মিত এই পাঁচটি উন্নয়ন মুলক কাজের উদ্ধোধন করেছেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে তিনি পাঁচটি উন্নয়ন মুলক কাজের উদ্ধোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। এ সময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, প্রকৌশলী মো. আরিফুর রহমান, কৃষি অফিসার মাহমুদা খাতুন, প্রাণীসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সৌজন্যে: সাপ্তাহিক বারবেলা।